BGTA

OUR DEMAND

দাবি (১)​

“রোপা ২০০৯” সংশোধন করে ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের সংগে সাযুজ্য রেখে গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষক-শিক্ষিকাদের জন্য অভিন্ন বেতনক্রম ৯০০০-৪০৫০০ এবং গ্রেড পে ৪৬০০ প্রবর্তন করতে হবে।

দাবি (২)​

সংশোধিত বেতনক্রম ও গ্রেড পে ১ জানুয়ারি ২০০৬ থেকে নোশনালি কার্যকর করতে হবে এবং সেই অনুযায়ী রোপা ২০১৯-এ পে ম্যাট্রিক্স লেভেল সংশোধন করতে হবে।

দাবি (৩)​

পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ন্যায় সমগ্র কর্মজীবনে তিনবার (৮,১৬,২৫ বছরে) উচ্চতর বেতনক্রমে উন্নীত করতে হবে, অর্থাৎ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কীমের (সি.এ.এস) সুবিধা প্রদান করতে হবে।

দাবি (৪)​

“কন্ট্রোল অফ এক্সপেনডিচার অ্যাক্ট-২০০৫” বাতিল করতে হবে।

দাবি (৫)

ষষ্ঠ রাজ্য বেতন কমিশনে টি.জি.টি এবং পি.জি.টি র মূল বেতনের পার্থক্য সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সঙ্গে সাযুজ্য রাখতে হবে, সর্বাধিক ২৭০০ টাকা হতে পারে, তার অধিক করা চলবে না।

দাবি (৬)​

২০১৬ সালের আগে নিযুক্ত কোনো গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষককে আপার প্রাইমারি সেকশনে অবনমন করা চলবে না।

দাবি (৭)​

অবিলম্বে সমস্ত গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষককে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টি জি টি ) এর মর্যাদা দিতে হবে।