পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের দীর্ঘ দুই দশকের বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে এবং প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের উদ্দেশ্যে তৈরি হয়েছে বি. জি. টি. এ.।
সকলের মিলিত শ্রমে বিজিটিএ মহীরুহতে পরিণত হয়েছে। বিজিটিয়ানদের লক্ষ্য হচ্ছে UNITY, DEDICATION AND SACRIFICE .
এতে কোনো রাজনীতির রঙ নেই, ধর্ম নেই, বর্ণ নেই। পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষকদের অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বি.জি.টি.এ.।
দুই দশকের বেশি সময় ধরে চলে আসা বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে অরাজনৈতিকভাবে একজোট হয়ে, অনুগ্রহের আশায় বসে না থেকে নিজেদেরকে সংঘবদ্ধ করেছেন বিজিটিয়ানরা। একই সঙ্গে প্রচলিত শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার সাধনের মধ্য দিয়ে শক্তিশালী দেশ গঠনে বদ্ধ পরিকর বি.জি.টি.এ.।
পশ্চিমবঙ্গের গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষকগণ দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য বেতন ক্রম থেকে বঞ্চিত। যদিও এ বিষয়ে কোনও সংগঠনের তরফ থেকে কোনও সদর্থক ভূমিকা ও পদক্ষেপ আমরা দেখতে পাইনি। ফলে বঞ্চনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ।
কিছু সংখ্যক সমভাবাপন্ন গ্রাজুয়েট শিক্ষক খোঁজ করতে থাকেন কোন এক প্লাটফর্মের বা অনুভব করেন জোট বাঁধার, যাতে এই বৈষম্যের অবসান ঘটে। সেই ভাবনা থেকেই তৈরি হয় পশ্চিমবঙ্গের গ্রাজুয়েট শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক শিক্ষক সংগঠন, যার উদ্দেশ্য গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের বেতন বৈষম্যের অবসান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার। শুরু হয় এক অসম লড়াই এর ।
দুই দশকের বেশি সময় ধরে চলে আসা বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে অরাজনৈতিকভাবে একজোট হয়ে, অনুগ্রহের আশায় বসে না থেকে নিজেদেরকে সংঘবদ্ধ করেছেন বিজিটিয়ানরা।